Light House Foundation (FBD)

Short description of our current services and future plans :

 A. Ongoing health service                                                 ( চলমান স্বাস্থ্য সেবা )

1. Physiotherapy center.

2. Residential facility center.

3. Medicine center.

4. Free medical camp.

১। ফিজিওথেরাপি সেন্টার।

২। আবাসিক সুবিধা সেন্টার।

৩। মেডিসিন সেন্টার।

৪। ফ্রি মেডিকেল ক্যাম্প।

B. Ongoing social services 

( চলমান সামাজিক সেবা )

1. Light House handicraft collection center.

2. Social service related activities.

3. Environment related activities.

১। লাইট হাউস হস্তশিল্প কালেকশন সেন্টার।

২। সমাজসেবা সম্পর্কিত কার্যক্রম।

৩। পরিবেশ সংশ্লিষ্ট কার্যক্রম।

 C. Future plans: (Health related)        

( ভবিষ্যৎ পরিকল্পনা: স্বাস্থ্য সেবা )

1.We will build center for the rehabilitation of the paralyzed, Faridpur, Bangladesh (CRPFBD).                        2. We will start home care services.

3. We will start speech therapy service for children with autism.

4. We will start pathology and diagnostic center.

১। সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড, ফরিদপুর, বাংলাদেশ (সিআরপিএফবিডি) চালু করণ।

২। হোম কেয়ার সেবা চালু করণ।

৩। অটিজম শিশুদের জন্য স্পিচ থেরাপি সেবা চালু করণ।

৪। প্যাথলজি এবং ডায়াগনিস্টিক সেন্টার চালু করণ।

D. Future plans (Social service)        

( ভবিষ্যৎ পরিকল্পনা ( সমাজসেবা ) )

1. Help poor and small entrepreneurs.

2. Help destitute affected natural disaster.

3. Participation in various social activities.

1. দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের সাহায্য করণ।

2. প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র লোকেদের সাহায্য করণ।

3. বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করণ।

E.Collaborative organization and Sister Organisations                

( সহযোগী ও অংগ সংঠনসমূহ)

1. Faridpur Zilla Samity USA Inc.

2. Batighor Foundation (USA and BANGLADESH)

3. We Care (CANADA and BANGLADESH)

4. Bangladesh Gerontological Foundation, Dhaka.

5. Nilima Beauty Parlour, Faridpur, Bangladesh

6. Zalisha Boutiques.

7. Shatarangi Boutiques.

8. Ronger Kuthir

১. ফরিদপুর জেলা সমিতি ইউএসএ (ইনক)।

২. বাতিঘর ফাউন্ডেশন। (মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ)

৩. উই কেয়ার (কানাডা এবং বাংলাদেশ)

৪. বাংলাদেশ জেরন্টোলজিক্যাল ফাউন্ডেশন, ঢাকা।

৫. নিলিমা বিউটি পার্লার, ফরিদপুর, বাংলাদেশ।

৬. জালিশা বুটিক্স।

৭. শতরঙ্গি বুটিক্স। –

৮. রঙের কুঁঠির

F. Income source                                                                 ( আয়ের উৎস )

Fees for physiotherapy services taken from economically well-off patients at Light House Foundation’s Physiotherapy Center, income from Handicraft Collection Center and Medicine Center, members monthly subscriptions and donations are used for the purpose of running and developing the foundation. All services are completely free for poor and indigent patients.                          

লাইট হাউস ফাউন্ডেশন এর ফিজিওথেরাপি সেন্টারে আর্থিকভাবে স্বচ্ছল রোগীদের হতে নেয়া ফিজিওথেরাপি সেবার ফি, হস্তশিল্প কালেকশন সেন্টার ও মেডিসিন সেন্টার হতে আয়কৃত অর্থ, সদস্যদের মাসিক চাঁদা ও অনুদান ফাউন্ডেশনের পরিচালনা ও উন্নয়নের জন্য কাজে লাগানো হয়। দরিদ্র অসহায় রোগীদের জন্য সকল সেবা সম্পূর্ণ ফ্রী।

G. Donation or subscription        

( অনুদান বা চাঁদা)

Anyone can donate to our foundation through Bkash, Nagad, bank or cheque, Zelle etc.

যে কেউ আমাদের ফাউন্ডেশনে অনুদান করতে পারেন বিকাশ, নগদ, ব্যাঙ্ক বা চেক, যেল ইত্যাদির মাধ্যমে।

H. Get Membership                                                              ( সদস্যপদ গ্রহণ )

Stay with us by joining one of our membership to get various benefits and extend a helping hand.

বিভিন্ন সুবিধা পেতে এবং সাহায্যের হাত বাড়াতে আমাদের সদস্যপদে যোগ দিয়ে আমাদের সাথে থাকুন।

 I. Description of Committee        

( কমিটির বিবরণ )

1. Executive Committee Faridpur.

2. Advisory Committee Dhaka and in other districts.

3. Advisory Committee Faridpur.

4. Advisory Committee USA (Only New York).

5. Advisory Committee USA (in other states and countries)

১। কার্যকরী কমিটি ফরিদপুর।

২। উপদেষ্টা কমিটি ঢাকা এবং অন্যান্য জেলা।

৩। উপদেষ্টা কমিটি ফরিদপুর।

৪। উপদেষ্টা কমিটি ইউএসএ (শুধু নিউ ইয়র্ক)।

৫। উপদেষ্টা কমিটি ইউএসএ (অন্যান্য রাজ্য এবং দেশ)

Previous slide
Next slide