Ongoing Social Service Activities (চলমান সমাজ সেবামূলক কার্যক্রম )

•B.1 Light House Handicrafts Collection Centre :-       

This section mainly patronizes new entrepreneurs engaged in handicrafts.          It aims to provide initial capital to entrepreneurs for manufacturing and marketing at home and abroad.Light House Foundation’s head office at Faridpur, Bangladesh is using as it’s showroom.

B. চলমান সমাজ সেবামূলক কার্যক্রম

• B.1 লাইট হাউস হস্তশিল্প কালেকশন সেন্টার:

এই বিভাগটি প্রধানত হস্তশিল্পে নিয়োজিত নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দান করে। এর লক্ষ্য উদ্যোক্তাদের দেশে এবং বিদেশে উৎপাদন এবং বিপণনের জন্য প্রাথমিক মূলধন প্রদান করা। বাংলাদেশের ফরিদপুরে লাইট হাউস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এটির শোরুম হিসাবে ব্যবহৃত হবে।

B.2 Social Service Related Activities:-

Light House Foundation is always committed tovarious social activities.Our collage induatries likeembroidery and handicrafts are tremendous means to uplift the financial condition of the poor.In addition,the project of providing aid to the education of talented and poor children and providing groceries to the poor during the Corona epidemic has also been completed.

 B.2 সমাজসেবা সম্পর্কিত কার্যক্রম: –

লাইট হাউস ফাউন্ডেশন সর্বদা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কোলাজ শিল্প যেমন এমব্রয়ডারি এবং হস্তশিল্প দরিদ্রদের আর্থিক অবস্থার উন্নতির জন্য অসাধারণ মাধ্যম। এ ছাড়া মেধাবী ও দরিদ্র শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান এবং করোনা মহামারীর সময় দরিদ্রদের মুদি সরবরাহের প্রকল্পও সম্পন্ন হয়েছে।

B.3 Protection of Environment :-

To protect the environment and create awarnesswe perform tree plantation programme accordingto our ability. In this case, we plant fruit tree seedlings. This will increase the supply of endangered fruits and provide nutrition to poor
people.

• B.3 পরিবেশ রক্ষা:-

পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা ও সাধ্যের মধ্যে বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা ফলজ গাছের চারা রোপন করে থাকি। এতে করে বিলুপ্তপ্রায় ফলের যোগান বাড়বে এবং দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিগুণ পাবে