A.1 Light House Physiotherapy Center :-
Physiotherapy service is offered to geriatric,crippled,stroke-related paralysis,poison-pain paitients. A full range of pain treatment including numbness orparalysis due to stroke, arthritis, back pain,neck pain,spine and knee pain, frozen solder ,joint stiffness,osteoporosis pain, face drooping,muscular pain andmuscle spasms are offered.Treatments are also offeredfor tingling, joint stiffness, diabetic neuropathy, sportsinjuries and trauma problems, aging pain, physicaldisabilities and more
A brief description of the machines used in ourphysiotherapy services is given below :
* TENS – Used to relieve acute and chronic pain.
* Traction – Commonly used for nerve rootcompression also used for neck and back or back pain.
* Ultrasound Therapy (U.S.T) – Mainly used to relievesevere pain and muscle spasms.
* Shortwave Diathermy (SWD) – Used to treat bothdeep and superficial structures of wound.
* Infra Red Radiation (IRR) – It is used to treat pain,muscle spasms, swelling and wounds.
A. চলমান স্বাস্থ্য সেবা:
•A.1 লাইট হাউস ফিজিওথেরাপি সেন্টার:-
বয়স্ক, পঙ্গু, স্ট্রোকজনিত প্যারালাইসিস, বিষ ব্যথায় ভুক্তভোগী রোগীদের ফিজিওথেরাপি দেওয়ার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। স্ট্রোকের কারণে হাত-পা অবশ হয়ে যাওয়া বা প্যারালাইসিস, বাত – ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদণ্ড ও হাঁটুর ব্যথা, ফ্রোজেন সোলডার বা কাধ শক্ত হয়ে যাওয়া, হাড়ের ক্ষয়জনিত ব্যথা, মুখ বেঁকে যাওয়া, মাংসপেশির ব্যথা ও পেশি সংকুচিত হওয়া ও ঝিমঝিম করা, হাত-পায়ের জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, ডায়াবেটিক নিউরোপ্যাথি, স্পোর্টস ইনজুরি ও আঘাত জনিত সমস্যা, বার্ধক্য জনিত ব্যথা,
শারীরিক প্রতিবন্ধকতা সহ আরো অনেক বিষ-ব্যথার যাবতীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।
আমাদের ফিজিওথেরাপি সেবায় ব্যবহৃত মেশিনগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল:
* TENS – তীব্র ও দীর্ঘস্থায়ী ব্যথা উপশমে ব্যবহৃত হয়।
* Traction – সাধারণত স্নায়ু মূল সংকোচনে ব্যবহৃত হয় এছাড়াও ঘাড় এবং পিঠে বা কোমরে ব্যথার জন্য ব্যবহার করা হয়।
* Ultrasound Therapy (U.S.T) – মূলত তীব্র ব্যথা ও পেশি খিচুনি উপশমে ব্যবহৃত হয়।
* Shortwave Diathermy (SWD) – ক্ষতস্থানের গভীর এবং উপরিভাগ, উভয় কাঠামোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
* Infra Red Radiation (IRR) – এটি ব্যথা, পেশি খিচুনি, ফোলা ও ক্ষত নিরাময়ের জন্য ব্যবহৃত হয়।






A.2 Light House Residential Facilities :-
Residential facilities are available to the patientscoming from distant places. Residential activities will be progressively upgraded to rehab centers subject to
fulfillment of rehab center conditions.
A.2 লাইট হাউস আবাসিক সুবিধা : –
দূর দুরান্ত থেকে আসা যেকোন রোগী চাইলে আবাসিক সুবিধা সহ নিয়মিত ফিজিওথেরাপি সেবা গ্রহণ করতে পারবেন। আবাসিক কার্যক্রম ক্রমান্বয়ে রিহ্যাব সেন্টারের শর্ত পূরণ সাপেক্ষে রিহ্যাব সেন্টারে উন্নীত করা হবে। আবাসিক সুবিধার কিছু ছবি –


A.3 Light House Medicine Services :-
Medicines are provided at least 10% lower thanmarket price. Also, there is a system of free homedelivery on regular and monthly orders. Medicinesare sent by courier service in a distant places andtransaction through Bkash and Nagad. There is aprovision to provide one month’s medicine toregular customers in case of financial incapacity. If a regular contributing member of the Light House Foundation becomes incapacitated due to seriousillness and financial, free medicine will be provided for at least three months.
•A.3 লাইট হাউজ মেডিসিন সেবা:-
লাইট হাউজ ফাউন্ডেশন এর তরফ থেকে বাজারমূল্যের চেয়ে অন্তত ১০% কমমূল্যে ঔষুধ সরবরাহ করা হয়। এছাড়াও নিয়মিত ও মাসিক ভিত্তিতে ঔষুধ কিনলে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা থাকে। দূরবর্তী স্থানে কুরিয়ার করে ঔষুধ পাঠানো হয়এবং নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করা হয়। আর্থিক অসচ্ছলতা থাকলে নিয়মিত গ্রাহকদের এক মাসের ঔষুধ বাকি প্রদান করার ব্যবস্থা রয়েছে। লাইট হাউজের নিয়মিত চাঁদা প্রদানকারী কোন সদস্য কঠিন রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় পতিত হলে এবং আর্থিক সমস্যায় থাকলে কমপক্ষে তিন মাস ফ্রী ঔষুধ সরবরাহ করা হবে।



A.4 Light House Free Medical Camp :
Light House Foundation organizes free medical camps several times every year where free blood grouping is also done.
A.4 লাইট হাউস ফ্রি মেডিকেল ক্যাম্প:
প্রতিবছর একাধিকবার ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে থাকে লাইট হাউস ফাউন্ডেশন, যেখানে ফ্রি ব্লাড গ্রুপিংও করা হয়।


