Future plans (Social service) ভবিষ্যৎ পরিকল্পনা (সামাজিক)
•D.1 Help poor and small entrepreneurs :-
Financial assistance will be given to newentrepreneurs to establish themselves. The Light House Foundation will always strive to market the manufactured products and export them outside like USA and Canada. Besides, Lighthouse Foundation will provide trainingand employment for them .
আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পরিসেবাগুলোর বিশদ বিবরণ:
D.1 দরিদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সাহায্য করণ:-
প্রতিষ্ঠিত হবার জন্য নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। তৈরিকৃত পণ্য বাজারজাত করা এবং আমেরিকা ও কানাডার বাইরের রপ্তানি করার ব্যবস্থা নিয়ে লাইট হাউজ ফাউন্ডেশন সদা সচেষ্ট থাকবে। এছাড়াও লাইট হাউজ ফাউন্ডেশন হতে প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
•D.2 Help destitute affected natural disaster.:-
In almost all seasons, the poor people ofBangladesh lead a miserable life. Relief during natural calamities such as, distribution ofblankets to poor people in extreme cold,saline and juice to passers-by in extreme heat are some of the assistance that Light House Foundation offers. Cleanliness campaigns are also conducted to prevent dengue.
D.2 প্রাকৃতিক দুর্যোগে অসহায় লোকেদের সাহায্য করণ:
প্রায় সকল ঋতুতেই বাংলাদেশের দরিদ্র শ্রেণির মানুষেরা অসহায়ভাবে জীবন যাপন করে। প্রাকৃতিক দুর্যোগ কালে সাহায্য প্রদান যেমন: অতিশীতে গরিব মানুষদের কম্বল বিতরণ, অতি গরমে পথিকদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ কার্যক্রম করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হবে।
•D.3 Participation in various social activities:-
Efforts will be made to provide services to civil population by undertaking various social activities. Awards will be provided to artists who have contributed to various branches of artistry and a world-class library will be created for the public.
•D.3 বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন :-
সামাজিক বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে দরিদ্র সাধারণ জনসাধারণকে সেবা প্রদান করার চেষ্টা করা হবে। এছাড়াও শিল্পের বিভিন্ন শাখায় অবদান রাখা শিল্পীদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে এবং বিশ্বমানের একটি লাইব্রেরি সকল জনসাধারণের জন্য তৈরি করা হবে।