Future plans (Health Related) ( ভবিষ্যৎ পরিকল্পনা )
C.1 Center for the Rehabilitation of the Paralyzed,
Faridpur,Bangladesh (C.R.P.F.BD).:-
A modern rehabilitation center will be opened following the rules and regulations under theexisting laws of the country. Initially sick,crippled and paralyzed patients will be treated. Childrens who are staying outside the country and want their elderly parents to receive treatment will be kept here. Those who do nothave anyone,they can get medical treatmenthere for a long time if they want, similarly childrens who do not have parents they canlive and get technical training from here. Arrangements will be made to live here in afamily environment
C. ভবিষ্যৎ পরিকল্পনা
•C.1 সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড, ফরিদপুর, বাংলাদেশ (সিআরপিএফবিডি):-
দেশের প্রচলিত আইন ও নিয়ম-নীতির অনুসরণ করে একটি আধুনিক মানের রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা হবে। প্রাথমিকভাবে অসুস্থ, পঙ্গু ও প্যারালাইসিস রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হবে। যে সকল সন্তানেরা দেশের বাইরে অবস্থান করেন এবং তাদের বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা করাতে চান তাদের এখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যাদের কেউ নেই তারা চাইলে দীর্ঘদিন এখানে থেকে চিকিৎসা সেবা নিতে পারবে, তদ্রুপ যাদের বাবা-মা নেই এমন শিশুরাও এখানে থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। পারিবারিক পরিবেশে এখানে বসবাসের ব্যবস্থা করা হবে।
•C.2 Home Care Services :-
A well trained team will provide services as per the needs of the patients at their homes. Such as, Looking after them or providing physiotherapy service at home. We will be engaged to take care of the elderly parents ofdiaspora.
C.2 হোম কেয়ার সার্ভিস:-
প্রশিক্ষিত টিম দ্বারা রোগীদের বাসায় চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করা হবে। যেমন: বাসায় ফিজিওথেরাপি সেবা প্রদান বা তাদের দেখাশোনা করা। বিদেশে অবস্থানরত সন্তানদের বৃদ্ধ পিতা-মাতার দেখাশোনার জন্য আমরা নিয়োজিত থাকবো।
•C.3 Providing speech therapy to children with Autism :-
Light House Foundation has a plan to introducespeech therapy services for children with autism along with our physiotherapy sessions.
.C.3 অটিজম শিশুদের স্পিচ থেরাপি প্রদান: –
লাইট হাউজ ফাউন্ডেশনের তাদের ফিজিওথেরাপি সেশনের সঙ্গে অটিজম শিশুদের স্পিচ থেরাপি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
••C.4 Launch of pathology and diagnostic center :
Light House Foundation has another plan tolaunch pathology and diagnostic centre. The plan also includes distributing wheel chairsamong the needy.
•C.4 প্যাথলজি এবং ডায়াগনিস্টিক সেন্টার চালু করণ:
লাইট হাউস ফাউন্ডেশনের প্যাথলজি এবং ডায়াগনিস্টিক সেন্টার চালু করারও পরিকল্পনা রয়েছে। এছাড়াও হুইল চেয়ার বিতরনের মাধ্যমে অসহায়দের সহায়তা প্রদানে সচেষ্ট থাকবে।