Collaborative and Sister Organisation( সহযোগী ও অংগ সংঠনসমূহ )

E.Collaborative and Sister Organisation :

Organizations and individuals who will support us inthis endeavour along with their own activities are :
1 Faridpur Zilla Samity USA ISC – This organization will provide financial support and advice to Light House Foundation.

2. Batighar Foundation : It will work with the elderly people of Rehab Center on their mental health.Their slogan is “Family is the only home”. The Light House
Foundation also believes in this slogan but most of the elderly members of family who are paralyzed due to stroke end up dying in homes due to carelessness and neglect. The Lighthouse Foundation’s Rehab for Paralysis Center will work to bring them back to normal life. Batighar Foundation has also reached an agreement with Batighar founder Mrs. Kabita Khondoker to provide mental health care to senior members of Light House Foundation.Offices and their branches can operate within the Light House Rehab Center.

3.Bangladesh Gerontological Foundation, Dhaka:
Dr. Pradip Kumar Saha, Founder of Bangladesh Gerontological Foundation and Chairman of Light House Foundation’s Dhaka Advisory Committee, will
assist and advise us in all our work as a medical advisor.
4. We Care: An organization whose founder Mrs. Rokeya Parvin, a Canadian expatriate, has agreed to provide necessary training and service materials to members of Light House Foundation to provide speech therapy services to children with autism at their own expense.
5. Nilima Beauty Parlour, Faridpur:
Nilima Beauty Parlor will provide employment to the female members of Light House Foundation by imparting beautification training.
6. Jalisha Boutiques.
7. Rupa Boutique                              8.Shatarangi Boutiques                                9.Ronger Kuthir                                  10.Kaifiya                                     

E. সহযোগী ও অংগ সংঠনসমূহ:

যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করবে কিন্তু তারা তাদের নিজস্ব কার্যক্রম ও স্বতন্ত্রভাবে পরিচালনা করবে ।

১. ফরিদপুর জেলা সমিতি ইউএসএ, আইএসসি- এই প্রতিষ্ঠান লাইট হাউস ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করবে।

২. বাতিঘর ফাউন্ডেশন- বর্ষীয়ানদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের কাজ করে বাতিঘর ফাউন্ডেশন। তাদের ট্যাগ লাইন হলো “পরিবারই বর্ষীয়ানদের আমৃত্যু আবাস”। লাইট হাউস ফাউন্ডেশনও এই স্লোগানে বিশ্বাসী তবে বেশিরভাগ পরিবারের বয়স্ক সদস্যদের স্ট্রোক জনিত কারণে প্যারালাইসিসের শিকার হলে নিজেদের বাসস্থানেই অযত্ন ও অবহেলায় মৃত্যুবরণ করতে দেখা যায়। লাইট হাউজ ফাউন্ডেশন এর “রিহ্যাব ফর প্যারালাইসিস সেন্টার” তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করবে। বাতিঘর ফাউন্ডেশনও লাইট হাউসের প্রবীণ সদস্যদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করবে এই মর্মে একটি সমঝোতা হয়েছে বাতিঘরের প্রতিষ্ঠাতা মিস কবিতা খন্দকারের সাথে। লাইট হাউসের রিহ্যাব সেন্টারের মধ্যে অফিস ও তাদের শাখা পরিচালনা করতে পারবে।

৩. বাংলাদেশ জেরন্টোলজিক্যাল ফাউন্ডেশন, ঢাকা:

ডাঃ প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ জেরন্টোলজিক্যাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং লাইট হাউজ ফাউন্ডেশনের ঢাকা উপদেষ্টা কমিটির সভাপতি, আমাদের সকল কাজে চিকিৎসা উপদেষ্টা হিসাবে সহযোগীতা ও পরামর্শ প্রদান করবেন।

৪. উই কেয়ার: একটি সংগঠন যার প্রতিষ্ঠাতা কানাডা

প্রবাসী মিস রোকেয়া পারভীন নিজ খরচে অটিজম শিশুদের স্পিচ থেরাপি সেবা প্রদানের জন্য লাইট হাউস ফাউন্ডেশনের সদস্যদের প্রশিক্ষণ ও সেবা সামগ্রী সরবরাহ করতে সম্মত হয়েছেন।

৫. নিলিমা বিউটি পার্লার, ফরিদপুরঃ

নিলিমা বিউটি পার্লার লাইট হাউস ফাউন্ডেশনের মহিলা সদস্যদের বিউটিফিকেশন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

৬. জালিশা বুটিক্স।

৭. রূপা বুটিক্স।

৮. শতরঙ্গি বুটিক্স।

৯. রঙের কুঁঠির।

১০. কৈফিয়া